নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ও জামপুর ইউনিয়নের মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদে হরিহরদী সেতুর শুভ উদ্বোধনের অপেক্ষায়।
জামপুর ইউনিয়নের মুছারচর, চরতালিমাবাদ, রাজাপুর ও সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি, হরিহরদী, টেমদী, বিজয়নগর, আলমদী, দক্ষিণপাড়া, মুসুরদী, আটিবাড়ি, খৈতেরগাঁও, ছনকান্দা, দড়িকান্দী, লেদামদী, সনমান্দী, ফতেপুর, ফতেপুর দড়িকান্দী, গাঙ্গুলকান্দী, নোয়াকান্দীসহ ৪০ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল বাঁশের সাঁকো। আর বর্ষা মৌসুমে চলে নৌকা। বর্ষা মৌসুমে খেয়া পার হতে গিয়ে নৌকা ডুবে ঘটছে হতাহতের ঘটনাও। এতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত খোকা হরিহরদী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কিছু দিনের মধ্যে শুভ উদ্বোধন করবেন এমপি খোকা।
একটি মন্তব্য পোস্ট করুন