SS TV live
SS News
wb_sunny

Breaking News

যুবলীগ সভাপতি নান্নুর ঠিকাদারিত্বে তৈরি ব্রিজের সড়ক ভেসে গেছে মারিখালীতে।।


 
সোনারগাঁও  সময়ঃ সোনারগাঁও উপজেলার  সভাপতি  রফিকুল  ইসলাম নান্নু ঠিকাদারের গাফলতিতে ভাটি বন্দর ব্রিজের রাস্তা ভেঙে ইট ও বালি ভেসে গেছে মারিখালীর সংযোগ খালে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভাটিবন্দর ও উদ্ভবগঞ্জ এলাকার যোগাযোগ ব্যবস্থা। যার কারন হিসেবে  ঠিকাদারের গাফলতিকে দায়ী করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় দশ গ্রামের লোকজন নদী পারাপার হতো খুব কষ্ট করে।

কষ্ট লাঘবের জন্য নারায়ণগঞ্জ -৩  আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও  সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের অক্লান্ত পরিশ্রমে এ ব্রীজটি নির্মাণ হয়।

ঠিকাদার সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর গাফিলতির জন্য এ্যাপোচ সড়কটি কোন রকম নামে মাত্র গাইড ওয়াল দিয়ে নির্মাণ করে সড়কটি। ভারি বর্ষণের ফলে সড়কের বালু ও ইট সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার রফিকুল ইসলাম নান্নু যে কাজই করুক না কেন তার কাজের মান নিম্ন হয়ে থাকে। যুবলীগের পদ ব্যবহার করে সে এসব অপকর্ম করে।

এ বিষয়ে ঠিকাদার রফিকুল ইসলাম নান্নুর সাথে যোগাযোগ করা হলে তার  ফোন বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁও উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন