SS TV live
SS TV
wb_sunny

এই মুহুর্তে

গাইবান্ধায় মানুষিক ভারসাম্যহীনদের করোনা টেষ্টের নমুনা সংগ্রহজিহাদ হক্কানী 
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা শহরে বিভিন্ন অলি গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষ গুলোকে করোনা ষ্টেট এর নমুনা সংগ্রহ করা হয়েছে। সকালে জেলা সিভিল সার্জেন এ বিএম আবু হানিফ এর পক্ষ থেকে একটি মেডিকেল টীম শহরের ডিবি রোড় , গোরাস্তন মোড় ও ষ্টেশন রোড় এলাকায় থাকা বিভিন্ন মানুষিক ভারসাম্যহীন মানুষগুলোর এ ষ্টেট করা হয়। এসময় উপস্থিল ছিলেন ডাঃ মোঃ ওয়াসেক রহমান, সদর থানার অফিসার ইনচাজ খান মোঃ শাহারিয়া সহ বিভিন্ন গনমাধ্যমকমীরা। সম্প্রতিক একটি বেসরকারী টেলিভিশনে সংবাদ প্রচারের পর এই সব মানুষ গুলোর সহযোগীতার হাত বাড়িয়ে দেন পুলিশ সুপার । গতকাল রাতে তিনি ভারসাম্যহীন মানুষগুলোর মাঝে খাবার বিতরন করেন ও আজ সকালে সিভিল সাজনের মাধ্যমে করোনা টেষ্টের জন্য মেডিকেল টিম এর সাহায্যে নমুনা নেয়া হয়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন