সোনারগাঁও উপজেলার দৈলেরবাগ এলাকায় গতকাল রাত আনুমানিক ২টার সময় সোনারগাঁও সময়ের বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ মিঠু আহমেদের বাড়িতে চুরি ঘটনা ঘটেছে।
মোঃ মিঠু আহমেদ জানান, দৈলেরবাগ এলাকায় সে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন,গতকাল রাত আনুমানিক ২টার সময় সে ঘুমন্ত অবস্থায় হঠাৎ একটি শব্দে তার ঘুম ভেঙের যায়,ঘুম থেকে উঠে দর্জা খোলে বাহিরে তাকালে কিছু দেখতে না পেয়ে আবার ঘুমিয়ে পরে।
সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হলে সে হঠাৎ দেখতে পায় তার খাটের পাশের টিন কাটা এবং অফিসের ব্যাগে থাকা কিছু টাকা নেই এবং প্রয়োজনীয় কাগজপত্র এটিএম কার্ড বাহিরে পরে আছে।
একটি মন্তব্য পোস্ট করুন