তাঁর গল্পটা অন্য রকম। আমরা যখন ঘরে থেকে থেকে ক্লান্ত, বিরক্ত। তাঁর তখন নির্ঘুম রাত, ব্যস্ত দিন। রক্তপাতহীন এক লড়াইয়ে সে যেন ক্লান্তিহীন যোদ্ধা। গ্রাম থেকে গ্রামে, বাজার থেকে বাজারে ছুটে চলেছেন দিনরাত। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
মানুষকে ঘরে রাখতে বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছিলেন সোনারগাঁয়ের প্রত্যেক টি ওয়ার্ড থেকে গ্রাম পর্যন্ত। মানুষকে সচেতন করে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন লিয়াকত হোসেন খোকা এমপি। এই পর্যন্ত সোনারগাঁয়ে যত মানুষ করোনায় মারা গেছেন সব গুলোর দাফন করিয়েছেন এমপি খোকা ও তার স্বেচ্ছাসেবক টিম,
রাত-দিন, সকাল-দুপুর সবই যেন চলছিল সমান তালে। সামাজিক নিরাপত্তা ও অসহায় মানুষের খাদ্য নিশ্চিত করতে ত্রাণ বিতরণ, বাজার তদারকিসহ সকল কর্মকাণ্ডেই সরব উপস্থিতি ছিল নিজের নিরাপত্তার কথা না ভেবে মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। জনগণের চিন্তা চেতনা বাস্তবায়নে ছিলেন নিরলস।
সোনারগাঁয়ের মাঠ পর্যায়ে সরকার ও জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল লিয়াকত হোসেন খোকা। বাংলাদেশ যত জনপ্রতিনিধি আক্রান্ত হউক না কেন করোনার বিরুদ্ধে চলমান এই যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লিয়াকত হোসেন খোকা এমপি থাকবেন জনগণের পাশে
একটি মন্তব্য পোস্ট করুন