মোঃ ওয়াশিম রাজু স্টাফ রিপোর্টার ;
নওগাঁর মান্দায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী আঞ্জুয়ারা বেগম (৪০) নামে এক নারী নিহত এবং আলমগীর হোসেন নামে একজন আহত হয়েছে। বুধবার (২৪জুন) সকাল ১০টার দিকে সতীহাট-গোবিন্দপুর সড়কের শ্রীরামপুর মধ্য চকদার পাড়া মোবারকের পুকুরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আঞ্জুয়ারা বেগম (৪০) উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর চকদারপাড়া গ্রামের নাসির উদ্দিন প্রমানিকের স্ত্রী এবং আহত আলমগীরের মা।
স্থানীয়রা জানান, নিহত আঞ্জুয়ারা বেগম তার স্বামীসহ ছেলে আলমগীরের মোটরসাইকেলে মায়ের বাড়ি যাচ্ছিলেন। ঠিক সেই সময় ঘটনাস্থলে ইটবাহী ট্রাক্টরটি মোটরসাইকেল টিকে ধাক্কা দিলে আঞ্জুয়ারা বেগম রাস্তায় পড়ে যান। এসময় আঞ্জুয়ারা বেগম ট্রাক্টরটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন