SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ের মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন কে রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় জানালেন ইউএনও।

সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা ও নজরুল সংঙ্গীত শিল্পী মো. মনোয়ার হোসেন মনির কিডনি রোগে আক্রান্ত হয়ে  ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন ছিলেন  প্রয়াত চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতির বড় ভাই।

বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর পেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম সেখানে পৌছে পরিবারের সাথে আলোচনা করে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্নকরণের মাধ্যমে  শেষ বিদায় জানান। 
বাদ জুম্মা পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন হবে।
 
মৃত্যুকালে স্ত্রী,  দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মনোয়ার হোসেন মনিরের মৃত্যুতে সোনারগাঁও শিল্পকলা একাডেমির সভাপতি ও সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলামসহ  সকল সদস্য, কন্ঠ শিল্পী ও কলা কুশলী এবং মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁও শাখার কমান্ডারসহ সকল সদস্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে "সোনারগাঁও সময়" পরিবার শোক প্রকাশ করে শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন