সোনারগাঁও সময়ঃ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের ব্যাক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।
রোববার রাতে হ্যাকাররা তার নিজস্ব ফেসবুক আইডি হেকড করেছে বলে সোমবার সকালে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম জানান, রোববার রাতে হ্যাকাররা তার ব্যক্তিগত ফেসবুক আইডি হেকড করেছে। এ ফেসবুক আইডি থেকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অনৈতিকভাবে কেউ টাকা দাবি করলে লেনদেন না করার জন্য অনুরোধ করেছেন। তাছাড়া এ ফেসবুক থেকে অশ্লীল ভাষায় কোন কিছু লিখতে পারেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
তিনি আরো জানান, ফেসবুক আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে কারা করেছেন এটা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইসিটি আইনে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন