(জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তের চেচঁড়া মোড়ের বাজার সুইসগেট এলাকায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে রবিউল ইসলাম মিন্টু নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে দুজন র্যাব সদস্যও আহত হয়। মিন্টু উপজেলার সীমান্ত এলাকা উত্তর গোপালপুর গ্রামের আঃ জলিলের ছেলে।
জয়পুরহাট র্যাব সুত্রে জানাযায়, বুধবার ভোর রাতে পাঁচবিবির চেচঁড়া মোড়ের বাজার সুইসগেট এলাকায় দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ভারত থেকে মাদক পাচার করে দেশের ভিতরে নেয়ার সময় র্যাব সদস্যদের দেখে তারা গুলি ছোড়ে। এসময় আত্বরক্ষার্থে র্যাব সদস্যও পাল্টা গুলি ছুড়লে অন্যরা পালিয়ে গেলেও মিন্টুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে ২ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটারগান, ম্যাগজিন ২ টি, ৮ রাউন্ড গুলি, ৫০২ বোতল ফেন্সিডিল ও ১২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহত মিন্টুর নামে বিভিন্ন থানায় সর্বমোট ১৯ টি মাদক ও অপহরণ মামলা আছে।
একটি মন্তব্য পোস্ট করুন