ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোখলেসুর রহমান আকন্দের নির্দেশে,জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে আটক করা হয়েছে। সেই সাথে একজন নিয়মিত মামলার আসামী আটক হয়। মঙ্গলবার আটকের পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালীয়া গ্রামে নিয়মিত জুয়ার আসর চলছিল।এমন খবরের ভিত্তিে মঙ্গলবার রাত দুইটায় থানার সহকারী উপপরিদর্শক মো: মোহসিন আলমের নেতৃত্বে ৬ জুয়ারিকে আটক করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়।
মো: মোখলেছুর রহমান আকন্দ বলেন,জুয়া খেলা চলছে খবরের ভিত্তিতে মোহসিন আলম কে নির্দেশের প্রেক্ষিতে ৬ জুয়ারিসহ, ১জন নিয়মিত মামলার আসামি আটক করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন