SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে নতুন করোনায় আক্রান্ত- ১১, মৃত্যু-১। সোনারগাঁও সময়



সোনারগাঁও সময়ঃ  সোনারগাঁওয়ে নতুন আরো ১১জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ৭ জন মহিলা রয়েছে । এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে সোনারগাঁওয়ে এই নিয়ে মৃত্যুসহ মোট আক্রান্ত হয়েছে  ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এনিয়ে সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা রোববার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ও মহিলা রয়েছে। করোনায় সোনারগাঁওয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১০০ জন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের ৪০ বছর বয়সী পুরুষ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার স্যাম্পল দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার রিপোর্ট পজেটিভ আসে।

সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে      ১জন পুরুষ, কাঁচপুর খাঁনবাড়ি ১জন মহিলা, নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামে ১জন পুরুষ, সোনারগাঁও পৌর এলাকার বানিনাথপুর গ্রামে ১জন পুরুষ, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন পুরুষ, দত্তপাড়া  গ্রামে ১জন মহিলা, কৃষ্ণপুরা গ্রামে ১জন মহিলা, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস গ্রামে    ১জন পুরুষ, হাবিবপুর গ্রামে ১জন মহিলা, পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে ১জন মহিলা ও  আষাড়িয়ারচর গ্রামে ১জন মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন