SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে করোনা উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু।


সোনারগাঁও সময়ঃ করোনার ২য় হটস্পট সোনারগাঁওয়ে হুড়হুড় করে বাড়ছে করোনায় আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যা । 
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২জুন) এক দিনেই করোনা উপসর্গ  নিয়ে মারা গেছেন ৩ জন। 
এদের মধ্যে ২ জন পুরুষসহ ১ জন মহিলা। 
জানা যায়, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস গ্রামে করোনার উপসর্গ নিয়ে মেয়ের পর মা আবেদুন নেছা (৬৫) মৃত্যু হয়েছে। 
এলাকাবাসী জানান, উপজেলার বাড়ী চিনিষ গ্রামে মৃত হেকমত ব্যাপারী বড় মেয়ে নারগিস আক্তার গত ১৬ মে করোনার উপসর্গ নিয়ে মারা যান।
এদিকে, উপজেলার বারদি ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে আবুল বাশার ও মুকবুল হোসেন নামের দুই জনের মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার সকালে বড় আলমদী ও দুপুরে দৈলেরদী গ্রামের এই দুই ব্যক্তি মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী জানান, উপজেলা বারদি ইউনিয়নে দৈলেরদী গ্রামের মৃত আসন আলীর ছেলে মুকবুর হোসেন (৪০) গত কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। সে জন্য তিনি করোনার নমুনা পরিক্ষা করেন। কিন্তু রির্পোট এখনো আসেনি। 

অপরদিকে, বারদী ৯নং ওয়ার্ডের বড় আলমদী গ্রামের মৃত মাহাব্বত আলীর ছেলে আবুল বাশার (৬০) কতদিন যাবত জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন।
দু'জনই শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মৃত্যু বরণ করেন।




Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন