SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁও ফাউন্ডেশনের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ




নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও ফাউন্ডেশনের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশ করা হয়।

আজ (১১ জুন)বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তার হোসেন হস্তান্তর করেন। 

অতঃপর ফল সংক্রান্ত তথ্যশীট ফাউন্ডেশনের নিজস্ব ফেসবুক   পেইজ “সোনারগাঁও ফাউন্ডেশন” এ প্রকাশ করা হয়।

মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি সরকারি বিদ্যায়তন কেন্দ্রে গত ২০১৯ সালের ১২-১৩ অক্টোবরে সোনারগাঁও ফাউন্ডেশনের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

এতে ৩০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে ২২ জন বৃত্তি পেয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

এছাড়াও পরীক্ষা পরিচালনায় সাবির্ক সহযোগিতা করেন সিনিয়র শিক্ষক মোগারপাাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হিমাংশু কুমার মজুমদার, ফাউন্ডেশন সংশ্লিষ্ট রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, খায়রুল আলম, সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার আমিনুল, মনির, শাকিল খান, আশিকুল ইসলাম, শাকিল সাইফুল্লা, ইয়াছিন, সাইফুর রহমান আহসানী ও এলাচি আক্তারসহ অন্যান্যরা। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে ফলাফল প্রকাশ করতে বিলম্ব হলেও এ ফল শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিগত বছরের মতো আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি ফাউন্ডেশনের সার্বিক সাফল্য কামনা করেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন