রুবেল মিয়া, সোনারগাঁও সময় ঃ সোনারগাঁওয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের হস্তক্ষেপে ৫ম শ্রেণিতে পড়ুয়া স্কুল এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
পরে ১২ বছর বয়সী সেই ছাত্রীর লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্বের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুল ইসলাম। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামের ৫ শ্রেণিতে পড়ুয়া রত্না নামের এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করছিল তার পরিবার।
এমন খবর পেয়ে ইউএনও সাইদুল ইসলাম লোকজন নিয়ে বেলা দেড়টার দিকে মেয়েটির বাড়িতে হাজির হন। প্রশাসনের উপস্থিতিতে বাল্যবিবাহের কুফল বিষয়ে বোঝান এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দেওয়া যাবে না—এমন শর্তে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন