SS TV live
SS TV
wb_sunny

এই মুহুর্তে

সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ দাফন করলেন এমপি খোকার সেচ্ছাসেবক টিম

সোনারগাঁও সময় ডেস্কঃ  
সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে করোনা উপসর্গ নিয়ে সামসুল হক নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার সকালে সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে তিনি মারা যান,
পরে খবর পেয়ে সোনারগাঁয়ে সাংসদ লিয়াকত হোসেন খোকার সেচ্ছাসেবক টিম মৃত সামসুল হকের দাফনের কাজ সর্ম্পূন করে।

এলাকাবাসী জানায়,সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত জালালউদ্দিনের ছেলে সামসুল হক কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর কাশিতে ভুগছিলেন,শনিবার সকালে  শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান।

খবর পেয়ে সাংসদ লিয়াকত হোসেন খোকার সেচ্ছাসেবক টিম তার বাড়িতে এসে  তার দাফনের কাজ সর্ম্পূন করে।
সেচ্ছাসেবক টিমে উপস্থিত ছিলেনঃ
হাফেজ মাহমুদুল আনোয়ার ( পি এ -এমপি মহোদয়) মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওসমান গনি, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু সুফিয়ান, নেছার ও সানাউল্লাহ প্রমূুখ।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন