নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রতিরোধে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পিরোজপুর গ্রামে ২’শত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ।
১৪ মে বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরুজ্জামান মোল্লার হাতে গ্রামবাসীর জন্য এ খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় ইঞ্জিনিয়ার মাসুম বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে ইনশাআল্লাহ আমিও অসহায় মানুষদের পাশে থাকবো। তিনি বলেন, যাদের আল্লাহপাক তৌফিক দিয়েছেন তারাও যদি অসহায়দের পাশে এগিয়ে আসে করোনা মোকাবেলায় আমরাই জয়ী হবো ইনশাআল্লাহ।
একটি মন্তব্য পোস্ট করুন