রুবেল মিয়া, সোনারগাঁও সময়ঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুঁশি। ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলে এবছরের ঈদুল ফিতর উদযাপনের অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট লেখক,সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান ও জনপ্রিয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন চিশতী।
ঈদ শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান,‘ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আমি ও আমার স্বদেশ প্রতিদিন পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।
আসুন করোনা প্রতিরোধে কেনাকাটা ও ঘুরাঘুরি পরিহার করে সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি,সুস্থ ও নিরাপদ থাকি।
একটি মন্তব্য পোস্ট করুন