SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে মানবিক ইউএনও'র ঈদ আনন্দে করোনায় মৃত ব্যক্তির পরিবার।


সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ে করোনায় মৃত ব্যাক্তিদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিলেন ইউএনও।
সোমবার সকালে ঈদের নামাজ শেষে সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম করোনায় নিহত ব্যক্তিদের বাসায় বাসায় ছুটে যান। এসময় তিনি মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যগনের খোঁজখবর নেন এবং নিজের বাসার রান্না করা খাবার উপহার দেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, মৃত ব্যক্তিদের পরিবারকে সাহস যোগাতেই তিনি বাসায় বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
উল্লেক্ষ যে সোনারগাঁ উপজেলায় করোনা ভাইরাসে আক্তান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের বাসায় আসতে প্রতিবেশি ও আত্মীয়রাও ভয় পায়। ফলে স্বজন হারানোর কষ্ট আর একাকিত্বে অসহায় জীবন যাপন করছেন এইসব পরিবার। ঈদের দিনে ইউএনও এর হঠাৎ আগমন যেনো এসব পরিবারের কাছে কাঠফাটা রোদে এক পশলা বৃষ্টির মতই।
 করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আনিসুর রহমান দানেশের ভাই কবির হোসেন বলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম স্যার একজন মানবিক ব্যক্তি। ঈদের দিনে নিজের পরিবারের কথা চিন্তা না করে পরিবার ফেলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পরিবারের পাশে রান্না করা খাবার নিয়ে ছুটে এসেছেন। আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি।
ইউএনও বলেন, তাদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমিও আনন্দিত।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন