রুবেল মিয়া, সোনারগাঁও সময়ঃ মহামারী করোনা মোকাবিলায় ব্যতিক্রমী ধারায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারের মাঝে প্রতিনিয়ত খাদ্যসামগ্রী উপহার দিচ্ছেন উপজেলা যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
৮ই মে,(শুক্রবার) পিরোজপুর ইউনিয়েনের মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাতিক্রমভাবে সাজিয়ে দুইগ্রামের (কাদিরগঞ্জ, প্রতাবেরচর) ২১০ টি কর্মহীন, অসহায়,গৃহবন্দী পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন মানবতার এই ফেরিওয়ালা।
এসম তিনি বলেন, আমি মানবসেবায় আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই, যতোদিন এই মহামারী থাকবে আমি প্রতিদিন আপনাদের মাঝে আমার উপহারসামগ্রী পৌছে দিবো। উপজেলার একটি অসহায় পরিবার ও অনাহারে দিন কাটাবেনা। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তৌফিক ও সুস্থতা দান করেন।
সার্বিক এ কার্যপরিচালনায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব সেলিম রেজা(মেম্বার,০৯ নং ওয়ার্ড),হাজী মমতাজ বেগম(সংরক্ষিত মহিলা সদস্য) এবং ০৯ নং ওয়ার্ড ত্রাণ কমিটির অন্যান্য সদস্যসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।।
একটি মন্তব্য পোস্ট করুন