করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঝুঁকি নিয়েই সীমিত আকারে খুলেছে সোনারগাঁয়ের মার্কেট ও বিপণি বিতান। ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম।
আংশিক দোকানপাট খুললেও সেখানে ছিল না করোনা সংক্রমণ থেকে ব্যবস্থা। এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও মানেননি বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা। গাদাগাদি করে কেনাকাটার ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অশঙ্কা দেখা দিয়েছে।
মোগরাপাড়া চৌরাস্তার স্বপ্নদীপ শপিং মলের সামনে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করলেও নেই কারো আগ্রহ মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি
দোকানদারদের মুখে মাস্ক থাকলেও তা করোনা মোকাবেলায় যতেষ্ট না। অনেকে আবার মাস্ক পড়েছেন ঠিকই কিন্তু গরমের অজুহাতে কেউ পকেটে আবার কেউ মুখের নিচে নামিয়ে রেখেছেন। সামাজিক দুরত্বের বেলায় নেই কোন নিয়মনীতি।
একটি মন্তব্য পোস্ট করুন