সোনারগাঁও প্রতিনিধিঃ
রাতের নিঃস্তব্ধতায় মধ্যবিত্ত পরিবার গুলো ক্ষুদার যন্ত্রণা সঙ্গে নিয়ে বিছানায় পিঠ লাগিয়েছি ঠিক তখনই ঘরের সম্মুখ দরজায় কে যেন ঠোক মেরেছে, নীরবে নিভৃতে অসহায় গরীব দুঃখীর মাঝে সোনারগাঁওয়ে একদল তরুনদের উদ্যোগে রাতে বেলায় ঈদ সামগ্রী নিয়ে দরজার সামনে হাজির একদল তরুন। সোনারগাঁও পৌরসভার ,দৈলের বাগ, এবং মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামে হতদরিদ্রদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়
এলাকার যুব সমাজ ও তরুনদের তত্ত্বাবধানে সকল সামগ্রী বিতরণ করা হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইয়াসিন, মাসুদ রানা,শাহআলী,মোঃবাবলু, সোহাগ রাজু,আমিন আল সানি, আকিব হাসান পলাশ,অন্তু,ইয়াসিন আরাফাত, রাকিবুল হাসান রকি,সৌরভ শাকিল ,নাজমুল ইসলাম,আসিফ রানা,লিমন, নাহিদ, আল আমিন, ,মানিক, আরো অনেকেই এদের মাধ্যমেই রাতের বেলা অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এসময় তরুনদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
দৈলের বাগ জামে মসজিদের ইমাম আবুল কালাম সাহেব তিনি বলেন দেশের এই ক্রান্তিলগ্নে তরুনদের এই কর্মকাণ্ড আমি অনেক খুশি। তিনি আরো বলেন সকলের সহয়োগীতায় এই রকম কর্মকাণ্ড খুবই ভালো কাজ এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হতে হবে সবাইকে এজন্য প্রত্যেকের সহযোগিতা কাম্য। দেশের যে ক্রান্তিলগ্নে তরুণদের মতো আরো অনেক বিত্তবান আছেন তাদের এগিয়ে আসা উচিত আগামী দিনগুলোতে ও তরুনরা এলাকার জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। এবং সবাইকে একটা কথাই বলবো সবাই নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং জনসমাগম এড়িয়ে চলে, বাসায় থাকি, নিরাপদ থাকি এবং আল্লাহর ইবাদত করি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ
একটি মন্তব্য পোস্ট করুন