পল্লব,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা, খালিয়াজুরী উপজেলা ১নং মেন্দিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু চন্দন কুমারের বিরুদ্ধে, ইউএনও বরাবর
গ্রামবাসীরা অভিযোগ করেছে, অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাবু চন্দন কুমার যেন হরিলুটের সরদার যেমন তার রাজত্বও কায়েম করছে। গ্রামবাসির আনা অভিযোগে, উল্লেখ করা হয়েছে, যে মেম্বার বাবু চন্দন কুমার বিভিন্ন সময় বিভিন্ন ভাতা এবং সহায়তা দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে, তারপরও কোন অনুদান দেওয়া হয়নি। এলাকাবাসীর কাছ থেকে সরেজমিনে গিয়ে জানা যায়, গ্রামের অসহায় গরীব ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাতার কার্ড ও টিউবওয়েল দেয়ার নাম করে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মেম্বার চন্দন কুমার। ১নং মেন্দিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য চন্দন কুমারের বিরুদ্ধে বলরামপুর গ্রামের অনেকেই ইউএনওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এবিষয়ে ইউ এন ও এ এইচ আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এবং অতি তাড়াতাড়ি তদন্ত করা হবে বলেও জানান, অন্যদিকে মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হেকিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি, এবিষয়ে মেম্বার বাবু চন্দন কুমার তার বক্তব্যে বলেন, যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়, আমার বিরুদ্ধে একদল লোক লেগেছে আমার দূর্নাম করার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন