নিজস্ব সংবাদদাতাঃ করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরনের জন্য আশার পক্ষ থেকে ৩.২ মেট্রিক টন খাদ্য সামগ্রী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার প্রশাসনের কাছে প্রদান করা হয়েছে।
১১ই মে,সোমবার,সকালে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসোহাগ হোসেন আশা'র পক্ষ থেকে দেয়া খাদ্যসামগ্রী গ্রহণ করেন।
কর্মহীন অসহায় ২০০ পরিবারের জন্য এই খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে রয়েছে ১০ কেজি চাল ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল।
এ সময় আশা'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইয়াহিয়া, (ডিস্ট্রিক্ট ম্যানেজার, আশা' নারায়ণগঞ্জ জেলা), ফরিদ আহমেদ (আড়াইহাজার অঞ্চল), মোঃ নজরুল ইসলাম আর এ( মদন পুর অঞ্চল), মোহাম্মদ জমির উদ্দিন, (বিএম আড়াইহাজার ব্রাঞ্চ-০২),এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
উল্লেখ্য যে, ইতিমধ্যেই আসার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবারের জন্য ১৬০ মেট্রিকটন খাদ্য সহায়তা প্রদান করেছে । সারাদেশে দেড় লাখ পরিবারের মধ্যে ১২ কোটি টাকার খাদ্যসামগ্রী ও ২০ লাখ লিফলেটবিতরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন