সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন কাফনে এগিয়ে এসে মানবতার পরিচয় দিলেন, ইউএনও সাইদুল ইসলাম ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
মৃত ব্যক্তি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস গ্রামের, মৃত হেকমত আলী বেপারীর মেয়ে নার্গিস আক্তার (৪৬)।
বাড়িচিনিস গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন বিজয়ের বড় বোন।
শনিবার (১৬এপ্রিল) সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায় নার্গিস আক্তার কয়েকদিন যাবৎ জ্বর ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন পরিবারের লোকজন তাকে পরীক্ষা করতে বললেও সে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির জানাযায়, আসেননি স্থানীয়ারা।
মৃত ব্যক্তির জানাজা পরিচালনা করেন উপজেলা লাশ দাফন কমিটির সদস্য। জানাজা শেষে ওই ব্যক্তির ধর্মীয় রীতি অনুযায়ী বাড়ি মজলিস মসজিদ বাড়ি কবরস্থান দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুল ইসলাম ও স্থানীয় সাংবাদিক এমন মহতী উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ এবং বলছেন দেশের এ ক্লান্তিলগ্নে এবং দুর্যোগকালে উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা জনগণের পাশে আছে।
করোনাভাইরাস সন্দেহে মৃত ব্যক্তির জানাজা পড়ানোর ব্যবস্থা ও কবর দেয়ার মাধ্যমেই তারা দৃষ্টান্ত স্থাপন করলেন।
এসময় স্থানীয় কিছু সাংবাদিক ও সেচ্ছাসেবকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জানাজায় অংশ নেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুল ইসলামের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিম মৃত ব্যক্তির শরীরে করোনা উপসর্গ আছে কি'না পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে রাখা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন