নিজস্ব সংবাদদাতাঃ মা দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁও পৌর এলাকার তিন গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন।
সোমবার সকালে সোনারগাঁও পৌর এলাকার লাহাপাড়া গ্রামে দৈনিক সমকালের সাংবাদিক শাহাদাত হোসেন রতনের বাড়িতে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
সোনারগাঁও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ ও সাংবাদিক শাহাদাত হোসেন রতন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষে এ খাদ্য সহায়তা বিতরণ করেন।
সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া, নতুন টিপুরদী ও লাহাপাড়া গ্রামে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী পারভেজ আলম, গিয়াস কামাল, জাহাঙ্গীর আলম, সোহান হাসান, জালাল মিয়া।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মা দিবসে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খাদ্য সহায়তা দিয়েছি। আগামীতে ও এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ১৮ হাজার পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়েছে। এ ত্রাণ তৎপরতা করোনা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আগামী ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন