সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীসহ সোনারগাঁওয়ে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
তাদের মধ্যে ৮ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৮ প্রাপ্ত বয়স্ক মহিলা ও ২ জন মেয়ে শিশু । এ নিয়ে সোনারগাঁওয়ে ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা। সোমবার তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১৮ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী ও শিশু।
১জন মেয়ে শিশু(৬বছর) পশ্চিম বেহাকৈর, ১জন মহিলা-পশ্চিম বেহাকৈর, ১জন মহিলা- সনমান্দি, ১জন পুরুষ- পল্লি বিদ্যুৎ অফিস,সোনারগাঁও, ২জন পুরুষ- বাড়িমজলিশ, ৩জন মহিলা- বাড়িমজলিশ, ২জন মহিলা- জাইদারগাঁও, সনমান্দি ইউনিয়ন, ১জন মেয়ে শিশু(৪বছর) – জাইদারগাঁও, ৪জন পুরুষ- জাইদারগাঁও, ১জন পুরুষ- স্বাস্থ্য কর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১জন মহিলা- ভৈরবদি,
এ নিয়ে সোনারগাঁওয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১৫৯ জন, সুস্থ হয়েছেন ৫৫ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৪ জন।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ৭৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ১৫৯ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৫৫ জন সুস্থ হয়েছেন
একটি মন্তব্য পোস্ট করুন