রুবেল মিয়া, সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন "ব্লাড ফর নারায়ণগঞ্জ'র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে অসহায় রিক্সাচালক সুবিধাবঞ্চিত ও এতিম পথশিশুদের নিয়ে ভিন্নধর্মী ইফতারের আয়োজন করা হয়েছে।
২১শে মে, (বৃহস্পতিবার) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে সেচ্ছাসেবী এই সংগঠনটি ৫০০ প্যাকেট ইফতার বিতরন করেন।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমানে সোনারগাঁওয়ের করোনাযোদ্ধা খ্যাত উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভালো কাজে আমি সব সময় পাশে আছি, আজ থেকে আমিও ব্লাড ফর নারায়ণগঞ্জ এর একজন সদস্য। আমিও রক্ত দিতে প্রস্তুত। শুধু তাই নয় যেকোনো ভালো কাজে আমি তোমাদের মতো সেচ্ছাসেবী সংগঠনের সাথে পাশে থাকবো। করোনার এই মহামারীতে তোমরা সোনারগাঁওয়ের জন্য যা করেছো তা ভুলার মতো নয়।
"ব্লাড ফর নারায়ণগঞ্জ" এর সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত হাসান মিরাজ জানান, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন । কারো ব্যাক্তি স্বার্থে নয়। আমাদের এই সংগঠন সামজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে। এলাকার যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সর্বদা কাজ করে থাকি। করোনার সংক্রমণের ভয়াবহতার শুরু থেকেই আমাদের এই "ব্লাড ফর নারায়ণগঞ্জ" সেচ্ছাসেবী হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম ও সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে দিনরাতে জনগনের স্বার্থে কাজ করে যাচ্ছে। এমনকি করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাসায় বাসায় খাবার ও তাদের চিকিৎসা এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তির লাশ দাফনে সহযোগিতা করে যাচ্ছে।
ভিন্নধর্মী এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন জাহিদ হাসান বাবু, ফয়সাল ভূইয়া মামুন, ফজলে রাব্বী,সনমান্দী জন কল্যান সংস্থা,প্রত্যাশা ফাউন্ডেশন, গ্রাজুয়েট ফাউন্ডেশন, কাঁচপুর জন কল্যাণ সেবা সংস্থা,স্বপ্নের সোনারগাঁও, স্বপ্নের কাঁচপুর, আলোর দিশারি সংসদ, শায়েখ আবু তাওয়ামা সংসদ, পদ শিশু ফাউন্ডেশন, বিডি ক্লিন নারায়ণগঞ্জ, রোটারেট ক্লাব,মামরকপুর যুব উন্নয়ন সংস্থা,সোসাল এইডার ডেবলাপ অর্গানাইজেশন,সোনারগাঁ আলেম ওলামা পরিষদ এর ব্যক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন