ঈদের পর আবারো করোনা আক্রান্ত পরিবার ও লকডাউন পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম।আজ বৃহস্পতিবার সকালে থেকে আবারো করোনা আক্রান্ত এবং লকডাউন পরিবারের মাঝে গাড়ী যোগে বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌছে দিচ্ছেন। এমপি খোকার পক্ষে স্বেচ্ছাসেবক টিমের সানাউল্লাহ বেপারি, ফারুক, গোলজার, মুহিবুল্লা, আরিফ, সাকিব, জানেআলম, আলি আকবর, ইব্রাহিম, আজ দুই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এ সময় লকডাউন ও করোনা আক্রান্ত ব্যাক্তিরা জানান, এমপি খোকার এই উদ্যোগকে প্রসংশা করে বলেন এমন একজন জনদরদী এমপি পেয়ে আমরা ধন্য। যিনি করোনা শুরুর পর থেকে সপ্তাহে দু-একবার করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে অব্যাহত ভাবে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করি তিনি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এমপি হিসেবে থাকতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন