রুবেল মিয়া, সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ে করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন করা হয়েছে।
শনিবার(১৬ মে) দুপুরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ৫'শত অসহায় পরিবারের মাঝে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।
বিতরণকার্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শাহিদ মো: বাদল।
প্রধান অতিথি বক্তব্যে জেলা আওয়ামীলীগের সেক্রেটারি বলেন, ইঞ্জিনিয়ার মাসুম সোনারগাঁওয়ের গর্ব। আমরা বিভিন্ন মিডিয়াসুত্রে জেনেছি এই পর্যন্ত তিনি উপজেলার প্রায় ৩০'হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা যোগ্য লোকের হাতে সোনারগাঁওয়ে দায়িত্ব তুলে দিয়েছে। মাসুম দিন রাত পরিশ্রম করছেন। অসহায় মানুষকে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। তার এই কার্যক্রমে কেন্দ্রীয় আওয়ামীলীগ সন্তুষ্ট।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজজ্জামান মোল্লা, যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার , ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ ও পিরোজপুর ইউনিয়ন ত্রান কমিটির সদস্যগনসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন