নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় আজ(২০ মে) সোমবার ১০ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৪ জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা। বুধবার রাতে তিনি তথ্য নিশ্চিত করেন ।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১০ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে ২টি শিশু রয়েছে, প্রাপ্ত বয়স্ক পুরুষ ৮ জন রয়েছে। এরমধ্যে মোগরাপাড়া ইউনিয়নে ৬জন, পৌরসভার আমিনপুর বানীনাথপুর ১জন চিলারবাগ ১জন, জামপুর মজহমপুর ১জন ও কাঁচপুরে ১জন।
এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১২৪ জন, সুস্থ হয়েছেন ৩৯ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৪জন।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৫৬৮ জনের নমুনা সংগ্রহ হরে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ১২৪ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৩১ জন সুস্থ হয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন