SS TV live
SS News
wb_sunny

Breaking News

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জুলুম বস্তির ৩০% ছাড়ের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব বিক্রয়



সুমনা সাথী : ঠাকুরগাঁওয়ে  সামাজিক দূরত্ব বজায় রেখে জন স্বার্থে: জুলুম বস্তি সংগঠনের পক্ষ থেকে ও সদর উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় ৩০% ভর্তুকি মূল্যে খাদ্য দ্রব্য বিক্রয়ের উদ্বোধন করা হয়।

শনিবার বিকাল ৪টায় সদর উপজেলার গড়েয়া  ইউনিয়ন পরিষদ চত্বরে  চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো এর উদ্বোধন করেন।

এছাড়াও জুলুম বস্তির উদ্যোগে নিয়মিত ঠাকুরগাঁও শহরের সমবায় মর্কেটের মানবতা ষ্টোরের ৩০% ছাড়ের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব বিক্রয় কার্যক্রম চলবে বলে জানান।

মাহে রমজানের ও দেশের এই ক্রান্তি লগ্নে ঘর বন্দি ও কর্মহীন মানুষ ৩০% ছাড়ের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব কম দামে ক্রয় করতে পেরে  জুলুম বস্তির এই মহতি উদ্যোগ কে এলাকাবাসী  সাধুবাদ জানিয়েছেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন