নেত্রকোনা প্রতিনিধিঃ
একজন মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে অবশেষে জন্ম দেয় সন্তান। হাজারো কষ্টে লালন পালন করে সেই সন্তানটিকে আস্তে আস্তে তাকে বড় করে। কেননা মাতৃসত্ত্বা হচ্ছে একজন মায়ের কাছে সবচেয়ে বড় সত্ত্বা। মাতৃত্ব তাই নারীর অহংকার ও গর্ব। সব মায়ের ভালোবাসাই অকৃতিম ও এক। প্রতিটি মানুষের কাছে তার মা তুলনাহীনা ও অনন্যা। সবাই এক বাক্যে বলবে, তার নিজের মায়ের মতো পৃথিবীতে মা দুর্লভ।
তুমি যে মা, তুমি কারোর ওপর রাগ করে থাকো না। তুমি আমাদের জন্য যে কত কষ্ট করেছো তা শুধু আমরাই জানি, কিন্তু তোমাকে দেখে কখনো মনে হয়নি তুমি কষ্টেই আছো। তোমার মুখে মিষ্টি হাসি লেগেই থাকে। আমাকে এই সুন্দর পৃথিবীতে আনার জন্য তোমাকে ধন্যবাদ দেবার ক্ষমতা আমার নেই। সন্তান মায়ের ঋণ কখনো শোধ করতে পারে না, আমিও পারবো না আর সেই সাহসও আমার নেই। মা শব্দের মধ্যেই পৃথিবীর সব ভালবাসা, আবেগের সম্মিলন। সন্তানের কাছে সবচেয়ে আপন, তার মা।
"পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই,"আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আজ এই দিনে...
"'মা' কে ভালবাসি, প্রতিটা নারীকে সম্মান করি। যে নারীর পেটে স্বর্গ- পায়ে স্বর্গ- সে নারীকে পবিত্র রাখি। পৃথিবীতে একটি বৃদ্ধাশ্রমও না থাকুক।"
একটি মন্তব্য পোস্ট করুন