SS TV live
SS News
wb_sunny

Breaking News

ঠাকুরগাঁও থেকে বিশেষ ব্যবস্থায় ধান কাটতে নওগাঁয় গেল ৪০ কৃষি শ্রমিক



সুমনা সাথী : ঠাকুরগাঁও থেকে বিশেষ ব্যবস্থায় রিজার্ভ বাসে ৪০জন ধানকাটা কৃষি শ্রমিক পাঠানো হয়েছে নওগাঁ জেলায়।

মঙ্গলবার বিকালে সদর উপজেলা চত্বরে ৪০ সদস্যের এই টিমের শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রত্যয়ন পত্র প্রদান করে নওগাঁ জেলার রানীনগর উপজেলায় প্রেরণ করা হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার সহ অন্যান্যরা আনুষ্ঠানিক যাত্রার জন্য শুভকামনা জানিয়ে শ্রমিকদের বিদায় জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী বোরো ধান কাটার জন্য সদর উপজেলা থেকে নওগাঁর রানীনগর উপজেলায় ৪০ জন কৃষি শ্রমিক পাঠানো হলো। শ্রমিকদের শুকনা খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের যাবতীয় খরচ বহন করা হবে । এছাড়াও অন্যান্য জেলায় আরো কৃষি শ্রমিক প্রেরণের জন্য তালিকাভুক্তির কাজ চলমান রয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন