নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ডা ও সাংবাদিক সহ একদিনে ১৬ জন করোনা রুগী শনাক্ত। এর আগেও নরসিংদীতে আক্রান্ত ৫ জন । এ পর্যন্ত নরসিংদী সদর উপজেলায় মোট ১৭ জন রায়পুরায় ৩ জন পলাশ উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলার একজন সুস্থ হয়েছেন। মোট আক্রান্ত ২১ জন।
সর্বশেষ আজ দুপুরে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিভিল সার্জন অফিসের একজন ডাক্তার ও কর্মচারীসহ ৮ জন,যমুনা টিভি ও মানবকন্ঠের জেলা প্রতিনিধি (আইয়ুব খান) সহ মোট ১৬ জন নরসিংদী সদরে শনাক্ত হয়।
আজ সোমবার (১৩ ই এপ্রিল) জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা ইমারজেন্সি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান এপর্যন্ত ১৩৩ জনের নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো তার মধ্যে ২১ জনের করোনা পজেটিভ আসছে, তার মধ্যে একজন সুস্থ হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন