আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেনের উদ্যোগে তার নির্বাচনী এলাকায় প্রায় ৮ শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৩ এপ্রিল (বৃহস্প্রতিবার) সকাল থেকে সোনারগাঁও উপজেলার মাঝিপাড়া, হাবিবপুর, ইউসবগন্জ, দরপত, পশ্চিম হাবিবপুরসহ কোম্পানিগঞ্জে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাবেদ রায়হান জয়।
উল্লেখ্য, এর আগে করোনাভাইরাস সংক্রমে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন লিয়াকত হোসেন খোকা। এছাড়াও তিনি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজেই প্রতিটি দোকানের সামনে গিয়ে গোল চিহ্ন দিয়ে দেন। এসময় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ঘরে থাকা সবাইকে সচেতন থাকার আহবান জানান। সেই সাথে তাদের করোনাভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক পরামর্শ ও জীবাণু নাশক হ্যান্ড সেনিটাইজারও বিতরণ করেন। তিনি সবাইকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন