SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁও থানা পুলিশকে পিপিই উপহার দিলেন যুগ্ম-আহবায়ক ইঞ্জিঃ মাসুম

সোনারগাঁও সময়ঃ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম থানা পুলিশকে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উপহার দিয়েছেন।
গতকাল দুপুরে তিনি সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামানকে উপহার হিসেবে সোনারগাঁ থানায়  এক'শ পিপিই ও ১০ টি সার্জিক্যাল গাউন পাঠিয়েছেন।
ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম বলেন, বিশ্ব মহামারিতে সবাই যখন নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে ঘরবন্দি তখন বাংলাদেশ পুলিশ নিজদের জীবনের ঝুঁকি নিয়ে নিবেদিতভাবে দায়িত্ব পালন করছেন। যারা লকডাউন অমান্য করে রাস্তার বের হচ্ছে তাদেরকে সুস্থ্য রাখতে প্রাণপন চেষ্টা করে ঘরে ফিরিয়ে দিচ্ছেন। অথচ তারা নিজের ও পরিবারের কথা না ভেবে সারাক্ষন অরক্ষিতভাবে মানুষের সেবা করে যাচ্ছে। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে উপহার হিসেবে পিপিই।পুলিশ প্রশাসন সুরক্ষিত না থাকলে সাধারন মানুষকে ঘরে রাখা অসম্ভব। করোনা যুদ্ধে পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
উল্লেখ্য যে এর আগে তিনি সোনারগাঁয়ের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই উপহার দিয়েছেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন