রুবেল মিয়া,সোনারগাঁও সময়ঃ
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে কর্মহীন, গৃহবন্দী, অসহায় ৪০০ পরিবারকে ১ম ধাপে খাদ্য সামগ্রী উপহার দেন জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শামসুজ্জামান সামসু।
২৫শে এপ্রিল (শনিবার) রাতের আধারে কিছু সেচ্ছাসেবীদের সহায়তায় পিরোজপুর ইউনিয়নের মেঘনায় ঘাট সংলগ্ন এলাকায় প্রায় ৪'শ পরিবারকে তিনি এই খাদ্যসামগ্রী উপহার দেন।
এ সময় তিনি সোনারগাঁও সময় কে বলেন, আমি ১ম ধাপে আজ ৪০০ পরিবারের কাছে খাবার পৌছে দিতে সক্ষম হয়েছি। এই দুর্যোগ যতদিন চলবে ইনশআল্লাহ আমি আমার সেচ্ছাচেবক টীম নিয়ে ধাপে ধাপে উপজেলার প্রতিটি এলাকায় সহায়তার কার্যক্রম চালিয়ে যাবো। উপজেলার একটি মানুষ ও না থাকবে না। সাধ্য অনুযায়ী তাদের দুয়ারে দুয়ারে গিয়ে নিজ হাতে খাদ্য পৌছে দিয়ে আসবো।
একটি মন্তব্য পোস্ট করুন