রাজধানীতে হঠাৎ ঝড় শুরু হয়েছে। তীব্র গতিতে বইছে বাতাস। তবে বৃষ্টি নেই। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ঝড় শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ঝড় বইছিল।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, এই সময়ে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে। আর দমকার সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলেমিটার অথবা তারও বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন