দুঃসময়
এরশাদ হোসেন অন্য
এরশাদ হোসেন অন্য
দূর থেকে অদৃশ্য কান্নার শব্দ ভেসে আসছে
কে জানি কাঁদছে, না জানি কোন আর্তনাদে...
এই দুঃসময়ে কান্নার শব্দ-
পৃথিবীর আকাশ ভারী করে দিয়েছে
দূর থেকে শুধু হাহাকার ভেসে আসছে!
কার জানি প্রিয়জন মৃত্যুর মিছিলে
কে জানি ব্যথার দাহনে পুড়ছে নীরবে।
পৃথিবীর এই দুঃসময়ে-
মানবতার দুহাত ফিরে যাক মানুষের দুয়ারে।
একটি মন্তব্য পোস্ট করুন