তৌহিদ,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে বোদায়একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
তিনি জানান, ওই রোগীর মাঝে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তার রক্তের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এটি পঞ্চগড়ের তৃতীয় শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগী বলে জানান তিনি।
আক্রান্ত রোগী বাড়ী বোদা উপজেলায়। ময়মনসিংহ ইট ভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল ময়মনসিংহ থেকে বাসায় ফিরেলে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন