রুবেল মিয়া, সোনারগাঁও সময়ঃ মহামারী করোনা ছোবলে আক্রান্ত হয়েছে এবার নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কাচঁপুরের পশ্চিম বেহাকৈড়, নুর মোহাম্মদ কলোনিতে বসবাসরত শহিদুল ইসলাম (৪৭) নামের দ্বিতীয় করোনারোগী শনাক্ত করা হয়।
জানা যায়, করোনায় আক্রান্ত এই রোগী পৈতৃকনিবাস ঝালকাঠি।
তার শরীরে করোনা পজেটিভ থাকায় সে বর্তমানে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের ৬নং ওয়ার্ডে ভর্তি আছে বলে নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।
এর আগে গত সোমবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে হাড়িয়া গ্রামে আবুবকর (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র প্রথম করোনায় আক্রান্ত হয়েছে।
সোনারগাঁও সময় পরিবারের পক্ষ থেকে উপজেলার সকল জনগণকে নিরাপদ ও সুস্থ থাকার জন্য ঘরে থাকার বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন