SS TV live
SS News
wb_sunny

Breaking News

করোনা নিয়ে জনপ্রিয় শিল্পী কোনাল, কর্ণিয়া এবং কিশোরের গান



স্টাফ রিপোর্ট: করোনাভাইরাস নিয়ে গান গেয়ে বাজিমাত করলেন দেশের জনপ্রিয় শিল্পী কোনাল, কর্ণিয়া এবং কিশোর। এই সময়ের জনপ্রিয় তিন শিল্পী কণ্ঠ দিয়েছেন করোনা সচেতনামূলক গানটিতে। চলচ্চিত্র প্রযোজনা ও আমদানি প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার আপকামিং অনলাইন টেলিভিশন ভয়েজ টিভির জন্য এই গান গেয়েছেন তারা। সাংবাদিক সুদীপ কুমার দীপের কথায় গানটি বোরবার ভয়েজ টিভির ফেজবুক পেজে বিকেল ৫টা থেকে পাওয়া যাবে। তাই ভিডিও-সহ করোনা ভাইরাস নিয়ে বাংলার জয় ও সচেতনার গল্প নিয়ে জনপ্রিয় শিল্পী কোনাল, কর্ণিয়া এবং কিশোরের বাজিমাত করা গানটি শুনতে সার্চ করুন ভয়েজ টিভির ফেসবুক পেজ Voice TV 24 এবং ইউটিউব চ্যানেল VOICETV24BD সার্চ করুন। চোখ রাখুন ভয়েজ টিভি আসছে শিগগিরই।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন