নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রতিরোধে গৃহবন্দী,অসহায় পাশে দাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন।
গতকাল রোববার ঢাকা-১৭ নির্বাচনী এলাকা গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার ৬টি ওয়ার্ডে গরিব, দুস্থ ও হতদরিদ্র ১২০০ পরিবারের মধ্যে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এইসময় তিনি বলেন, এলাকার দুস্থ মানুষের মধ্যে পবিত্র রমজান মাস পর্যন্ত এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই এলাকায় ইনশাআল্লাহ একটি অসহায় পরিবারও না খেয়ে থাকবেনা এটাই আমার অঙ্গিকার।
একটি মন্তব্য পোস্ট করুন