‘বিপদে সহায়তার হাত বাড়াবো--অসহায়ের মুখে হাসি ফুটাবো’ এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ২১ এপ্রিল মঙ্গলবার বিকালে বাতিঘর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনের উদ্যোক্তা একদল যুবক নিজস্ব অর্থায়নে ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মঙ্গলবার রাতে করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া এলাকার ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় সংগঠনের সভাপতি মোজাম্মেল হক সোহেল, সাধারন সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ খোকন মিয়া, মাসুম মিয়া, জনি ভূঁইয়া, আলামিন হোসেন, মাহবুব আলম, ফারুক হোসেন, মোহাম্মদ নাঈম, জহিরুল ইসলাম, নূর নবী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন