জিহাদ হক্কানী
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির এক সভায় সিদ্ধান্ত নেয়া হয় । আজ শুক্রবার বিকেল ৫ টার থেকে লকডাউন কার্যকর হবে । পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে । জেলা প্রশাসক মো: আবদুল মতিন জানান – লক ডাউন চলাকালে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবেন না এবং অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না । জেলার অভ্যন্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও লকডাউন বলবৎ থাকবে ।তিনি আরও জানান জরুরী পরিসেবা , চিকিৎসা, খাদ্যদ্রব্য সংগ্রহ (লক ডাউন) আওতার বাহিরে থাকবে । সভায় অন্যান্যদেও মধ্যে উপস্তিত ছিলেন - লে. কর্ণেল ফারজানা বাশার, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম , সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ , জেলা আ.লীগের সহ সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুণ বাবলু , সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক , পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন , সদর উজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবীর সহ অন্যান্য কর্মকর্তা গণ ।
ছবি সংযুক্ত
একটি মন্তব্য পোস্ট করুন