জিহাদ হক্কানী,গাইবান্ধা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মাহবুব আরা বেগম গিনি এমপি বলেন সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতারন করার জন্য প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান কে কঠোর নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুণ কুমার চক্রবর্তী, সদর উপজেলার চেয়ারম্যান মো সারোয়ার কবির,সদর উপজেলার অফিসার ইনর্চাস খান মোঃ শাহ্ রিয়া সদর উপজেলার পি আইও আনিছুর রহমান।
হুইপ বলেন, সাধারণ মানুষের মাঝে সরকার ত্রান দিচ্ছে এ দূর্যোগ আমাদেরকে কেটে উঠতে হবে আমরা প্রয়োজন ছাড়া ঘড় থেকে বেড় হবোনা তিনি অারও বলেন
সামাজিক দ্রুত বর্যায় রেখে উপহার সামগ্রী বিতরন করার নির্দেশনা দেন। তিনি আরও বলেন গাইবান্ধা জেলার জন্য ধান কাটা মেশিন কমবেইন হারব্রেসটার ব্রো মৌসুমে ৪টি বরাদ্দ দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন