SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাজীপুরে কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ কর্মীরা


মোঃ শাহাদত হোসাইন ,  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের সাধারণ কৃষকদের বাঁচাতে, দেশের মানুষদের বাঁচাতে যে  কর্মসূচীর দিয়েছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে,গাজীপুর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি’রনির্দেশনায়,গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফাহিম খন্দকারের নেতৃত্বে উপজেলার ইন্দ্রবপুর গ্রামের এক গরীব কৃষকের পাকা ধান কেটে দিয়েছে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ, শ্রীপুর পৌর ছাত্রলীগসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের, প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে প্রান্তিক কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিচ্ছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গাজীপুরের শ্রীপুরে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার ইন্দ্রবপর গ্রামের কৃষক পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা।

ফাহিম খন্দকার বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। স্থানীয়দের মাধ্যমে খবর পাই শ্রমিক সংকটের কারণে কৃষক সারফুল তার পাকা ধান কাটতে পারছে না। কাল বৈশাখী মাস, যে কোনো সময়ে ঝড় বৃষ্টি হলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা ছাত্রলীগের নেতাকর্মী কাচি-মাথাল (ধান কাটার সরঞ্জাম) নিয়ে হাজির হই।

কৃষক জানান, প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না, ফাহিম ভাইসহ তার সহকর্মীরা বিনা পারিশ্রমিকে আমার জমির ধান কেটে ঘরে তুলে দেবে। জমির ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার পর আমার বিশ্বাস  হয়েছে। তারা ধান কেটে দেয়ায় আমার অন্যরকম আনন্দ লাগতেছে। এসময় কৃষক তাদেরকে মুড়ি দিয়ে আপ্যায়ন করে বিদায় দেন।

ফাহিম খন্দকার বলেন, এসময় তার সাথে সহযোগীতা করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্যরা এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন