গাজীপুর: জেলার শ্রীপুরে আলোচিত মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুারো অফ ইনভেস্টিগ্রেশন (পিবিআই)।
রোববার (২৬ এপ্রিল) মধ্যরাতে শ্রীপুরের আবদার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পারভেজের ঘর থেকে রক্তমাখা পোশাক ও মাটির নিচ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেন, ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণলংকার উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া পারভেজ আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলেও জানিয়েছে পিবিআই। এছাড়া, এ ঘটনায় আরো বেশ কয়েকজন অংশ নিয়েছিলো বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শ্রীপুরের আবদার এলাকায় একটি দোতলা বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার স্ত্রী স্মৃতি ফাতেমা ও তাদের তিন সন্তান ফাদিন, নুরা ও শাওরিন।
একটি মন্তব্য পোস্ট করুন