SS TV live
SS News
wb_sunny

Breaking News

লকডাউনের মধ্যেই নারায়ণগঞ্জে ধুমধামে সরকারি কর্মকর্তার বিয়ে

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউনের মধ্যেই নারায়ণগঞ্জে ধুমধামে বিয়ে করেছেন সরকারি এক কর্মকর্তা।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামে এই ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবির মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন। তাঁর বরযাত্রায় ৭০ জন মানুষ অংশ নেন। বিয়েবাড়িতে ধুমধাম করে খাওয়াদাওয়া সেরে কাজি ডেকে বিয়ে পড়ানো হয়।

পরে স্থানীয় লোকজন খবর পেয়ে করোনা পরিস্থিতির এ সময়ে বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অপদস্থ করেন। একপর্যায়ে শাহীন কবির ও তার সঙ্গে আসা বরযাত্রীরা কনে নাদিয়া আক্তারকে রেখে দ্রুত এলাকা ছেড়ে চলে যান।

গোচাইট গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, নারায়ণগঞ্জ শহরের যেসব মহল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে, ওই সব মহল্লার আশপাশের কয়েকজন অতিথি এই বিয়েতে অংশ নিয়েছেন। এজন্য আমরা চিন্তায় আছি।

এ ব্যাপারে শাহীন কবির বলেন, ছোট পরিসরে আমি বিয়ের আয়োজন করেছি। বউভাতের আয়োজন বন্ধ রেখেছি। পরিস্থিতি ভালো হলে বউভাতের আয়োজন করবো।

এদিকে সরকারি কর্মকর্তা শাহীন কবিরের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর খবর পেয়ে বুধবার (০৮ এপ্রিল) বিকেলে শাহীন কবিরের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম পুলিশ নিয়ে উপস্থিত হন। ইউএনও এর উপস্থিতি টের পেয়ে শাহীন কবির বাড়ি থেকে পালিয়ে যান। পরে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহীন কবিরের ছোট ভাই সোহেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

ইউএনও সাইদুল ইসলাম বলেন, লকডাউনের মধ্যে সরকারি একজন কর্মকর্তা যেভাবে অন্যায় করে বিয়ে করেছেন, তা কল্পনা করা যায় না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করবেন বলে জানান ইউএনও।  

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন