SS TV live
SS News
wb_sunny

Breaking News

বলরামপুরে পুকুরে মৎস্য অবমুক্ত করলো মাদ্রাসা কতৃপক্ষ


আটোয়ারী,পঞ্চগড়  :আটোয়ারী উপজেলার বলরামপুর দাখিল  মাদ্রাসা  দেবীপুর ত্রিশুলিয়া গ্রামের ১.৩৪একর পুকুরের প্রায় দের লাখ টাকার মৎস্য  অবমুক্ত  করেন।দেবীপুর  মৌজার ৬৮৪ খতিয়ানের ৪৮১৭দাগের ১.৩৪একর পুকুর।মাদ্রাসা  সভাপতি আবুল খায়ের মোঃসামসুজ্জামান, সুপার মাওলানা  আব্দুর সাত্তার,মাওলানা  বিপ্লব,সিনিয়র শিক্ষক  রাজিউর রহমান রাজু সহ মৎস্য  অবমুক্ত করণের সময় শতাধিক  ধর্মপ্রান মানুষ উপস্থিত  ছিলেন।
পুকুরের জমিদাতা এনামুল হক(৯১) বলেন,আমি জমি দাণ করেছি সকলের সহযোগিতায় জমি উদ্ধার করে মাদ্রাসা  কে দিতে পেরে আমি গর্বিত।
লিস গৃহিতা মোঃমাসুম বিল্লাহ  বলেন,এক লক্ষকূড়ি হাজার টাকায় লিস নিয়েছি,দেরলাখ টাকার মাছ পুকুরে দিলাম।
পুকুরের মাছ ফেলে বাড়ি আসার সময় জমি জবর দখল কারী লুৎফর,আলম গং রা মাদ্রাসা কতৃপক্ষ  কে লাঞ্চিত করার চেষ্টা করলে জনতার প্রতিবাদে তা ভেঙ্গে যায়।
আলম বলেন,ইতি পুর্বে পুকুর টি আমাদের দখলে ছিল
,কাগজ পত্র আছে কিনা জিজ্ঞেসা করলে কোন উত্তর দিতে পারে নি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন